বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ফেসবুক মার্কেটিং
10+ Years
400+
$80 M
ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন?
সারাবিশ্বে অন্তত ৪২% ব্যবসায়ী মনে করেন, ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার
কেন আমাদের ফেসবুক মার্কেটিং সার্ভিস নেবেন?
আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ফেসবুক মার্কেটার। যারা আপনার ব্যবসার জন্য সঠিক মার্কেটিং প্ল্যান এবং বিজ্ঞাপনগুলি তৈরি করে সার্বক্ষণিক ট্র্যাক করবে, যাতে আপনি আপনার বিনিয়োগের সর্বোত্তম ROI পেতে পারেন। আমার আপনার ব্যবসার সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য নিবেদিত।

এড ডেভেলপমেন্ট
অর্ডার প্লেস করবার পর অ্যাড রান করবার পূর্বে অ্যাড এর প্ল্যানিং নিয়ে গাইডলাইন দেওয়া থেকে শুরু করে কন্টেন্ট প্ল্যানিং এবং অ্যাড সম্পর্কিত বিবিধ বিষয়ে আপনাকে ব্রিফ করা এবং অ্যাড কি ধরণের হবে সেই সম্পর্কে আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ধারণা দেয়া হবে। এছাড়াও কমপ্লিট ফেসবুক মার্কেটিং প্যাকেজের মধ্যে আপনার যদি স্পেসিফিক মার্কেটিং প্ল্যানিং লাগে তবে আমরা বিভিন্ন মার্কেট রিসার্চ ও কেস স্টাডি করে আপনাকে একটা কমপ্লিট প্ল্যানিং ডেলিভার করবো।

এড ম্যানেজমেন্ট
অ্যাড রান হবার পর আমরা আপনার অ্যাড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো এবং আপনাকে টাইম টু টাইম রিপোর্ট করবো যাতে অ্যাড রান হবার পর অ্যাড এর কন্ডিশন সম্পর্কে আপনি সম্পূর্ণরূপে অবহিত থাকেন। এছাড়া যদি আপনার অ্যাড এর খরচ কোন কারণে বেশি থাকে তবে আমাদের থেকে অ্যাড অপটিমাইজ এবং অ্যাড এর খরচ কমিয়ে আনার বিষয়ে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইডলাইন পাবেন । অ্যাড অপটিমাইজেশন এর সম্পূর্ণ দিকনির্দেশনা আমাদের পক্ষ থেকে পাবেন।

এড পরবর্তী সেবা
অ্যাড কমপ্লিট হলে অ্যাড এর কমপ্লিট রিপোর্ট আমরা ডেলিভার করে থাকি। এছাড়াও মার্কেটিং সম্পর্কিত প্ল্যানিং এবং পূর্বে মার্কেটিং রিলেটেড কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেটার কনসালটেন্সি ওয়ান টু ওয়ান ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে দিয়ে থাকি। যদি এড এ কোন সমস্যা হয় (এড রিজেকশন, এড ক্রিয়েটিভ ফ্যাটিগ, পেজ রেস্ট্রিকশন) তবে আমাদের থেকে এইসব বিষয়ে উত্তরণের পূর্ণ সমধান এবং দিকনির্দেশনা আমাদের পক্ষ থেকে পাবেন।
আপনি কি ফেসবুক মার্কেটিং নিয়ে একটি মিটিং করতে চান?
ফেসবুক মার্কেটিং সম্পর্কিত কিছু প্রশ্ন:
আমার এড (বিজ্ঞাপনটি) কতদিন চলবে?
একটি এড এঁর ডিউরেশন বা সময় এড এঁর বাজেটের ওপর নির্ভর করে। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে আপনি যদি আপনার এড শুরু থেকেই অপটিমাইজ করতে চান এবং তার থেকে একটা ভালো ফলাফল পেতে চান তবে আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৩-১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড বা ভালো লিড পাওযা যায়। ফেসবুক আপনার বাজেটের পুরোটা খরচ করতে না পারলে এবং বাড়তি টাকা থেকে গেলে তা আমরা রিফান্ড করে থাকি।
আমার এড কতজনকে দেখানো (রিচ) হবে?
একটি এড কতজন দেখবে বা কত রিচ হবে এর সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। কারন এড পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু পলিসি অনুযায়ী (কন্টেন্ট, ডেইলি বাজেট, এড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এড- এর পরিমান ইত্যাদী) কারণে কম বেশী হয়ে থাকে।
আমার এড পাবলিশ করার পরে একটিভ হতে কত সময় লাগবে?
সাধারনত আমরা যখন এড ম্যানেজার হতে কােন এড পাবলিশ করি তখন সেটা ফেসবুক পর্যালোচনা বা যাচাই বাছাই করার জন্য রিভিউতে নিয়ে নেয়। রিভিউর এই সময়টি ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টার বেশিও হতে পারে, এতে চিন্তিত হওয়ার কোন কারন নেই। এটা করার কারন হলো ফেসবুক এ্যাড এর কিছু নিয়ম কানুন রয়েছে যাকে বলা হয় ফেসবুক এ্যাড পলিসি। আপনার পোস্ট বা কন্টেন্ট যদি তাদের এ্যাড পলিসি বিরোধি হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে, আর যদি তাদের এ্যাড পলিসি বিরোধি না হয় তাহলে বিজ্ঞাপনটি সাধারণত ২৪ ঘন্টার ভেতর একটিভ হয়ে যায়।
FACEBOOK MARKETING
Graphics Design
E-commerce
News Portal
Landing Page
